হোম > সারা দেশ > ঢাকা

বাইসাইকেলের ওপর কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাইসাইকেলের ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ওয়েলবীইং। শনিবার রাজধানীর আবাহনী খেলার মাঠে সংস্থাটি এই দাবিতে মানববন্ধন ও বাইসাইকেল র‍্যালির আয়োজন করে। বাইসাইকেল র‍্যালিতে সহ আয়োজক হিসাবে ছিল স্কেটিং ৭১। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, অন্য পরিবহনে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ অনেক বেশি হয়। কিন্তু সাইকেলের ব্যবহার বাড়ানোর মাধ্যমে পরিবেশ ও অর্থনৈতিক সাশ্রয় করা সম্ভব। তবে বর্তমানে সাইকেল তৈরির সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপরে ৫৮% কর আরোপ করায় বাইসাইকেলের দাম সকল শ্রেণির ব্যবহারকারীর নাগালের বাইরে চলে গেছে। এ পরিস্থিতিতে সাইকেল ও সাইকেল তৈরি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর সব ধরনের কর হ্রাস করা প্রয়োজন। 

মানববন্ধনে আলোচকেরা বলেন, বর্তমানে বাংলাদেশ সাইকেল রপ্তানিতে বিশ্বে অষ্টম এবং ইউরোপে তৃতীয়। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও খুচরা যন্ত্রাংশের ওপরে উচ্চ হারে কর ধার্য করার ফলে এই খাতের উদ্যোক্তারা এই শিল্পকে এগিয়ে নিতে পারছে না। ভারত ও চিনের সাইকেল দেশের বাজারের প্রায় পুরোটা দখল করে আছে। অপরদিকে বিদেশেও প্রতিযোগিতায় টিকতে পারছে না।

সাম্প্রতিক তথ্য উপাত্ত বলছে, ঢাকা মহানগরীতে শব্দ ও বায়ু দূষণের জন্য দায়ী হচ্ছে যান্ত্রিক যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য অযান্ত্রিক যান বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার