হোম > সারা দেশ > গাজীপুর

কুপিয়ে গুলি করে গাজীপুরে সোনালী ব্যাংকের টাকা ছিনতাই, ইনচার্জসহ আহত ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ফিল্মি স্টাইলে সোনালী ব্যাংক উপশাখার কর্মকর্তা ও আনসার সদস্যকে কুপিয়ে–গুলি করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)। 

সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখা থেকে সাত লাখ টাকা নিয়ে অটোরিকশা করে আহত চারজন কোর্ট বিল্ডিং শাখায় আসছিলেন। 

পথে রাজবাড়ী-সদর হাসপাতাল সড়কের রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে ১০–১২ জন যুবক এসে অটোরিকশাটির গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ সময় বাধা দিলে যুবকেরা ফাঁকা গুলি ছুড়ে এবং চারজনকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে জিএমপি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির