হোম > সারা দেশ > ঢাকা

অবরোধের কারণে পরীক্ষা বর্জন করলেন ঢাবি ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা 

ঢাবি প্রতিনিধি

বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধের ফলে প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার এ পরীক্ষা বর্জন করেন তাঁরা। 

এ বিষয়ে বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা বলেন, ‘আজকে অবরোধের কারণে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করিনি। অনেকেই অংশগ্রহণ করতে পারত না। অনেকেই রাস্তা দিয়ে আসতে আপত্তিও জানায়। পরে শুনলাম স্যাররা পরীক্ষা কেন্দ্রে এসে কাউকে না পেয়ে চলে গেছেন। তবে আমাদের (শিক্ষার্থী) সিদ্ধান্ত ছিল বিভাগের কেউ পরীক্ষা দেবে না, কিন্তু চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা দুপুরে পরীক্ষা দিয়েছে। আগামীকাল তৃতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে।’ 

সামনের পরীক্ষাগুলো বর্জন করবে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, সেটি পরিস্থিতি বিবেচনায় দেখা যাবে। 

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিভাগে সকালে পরীক্ষা ছিল। সেটি নিতে গিয়ে দেখি পরীক্ষার কেন্দ্রে কেউ নেই। পরে শিক্ষকেরা কেন্দ্র থেকে চলে আসে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘অবরোধের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা কোনো কিছু স্থগিত নেই। বিভাগগুলো সুবিধা অনুযায়ী ক্লাস-পরীক্ষা চালিয়ে নিচ্ছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করলে সেটি তাদের ক্ষতি হবে। একটা পরীক্ষা শিডিউল হয়ে গেলে সেটা রি-শিডিউল করা লংটাইম প্রসেস।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে