হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। তাঁর নাম রাজিব শেখ (৩৫)। আজ রোববার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

মুকসুদপুর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শহিদুল ইসলাম বলেন, লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, নিজ বাড়ি মুকসুদপুরের কানুরিয়া থেকে সিঙ্গাপুর প্রবাসী রাজিব তাঁর ছোট ভাই রানাকে নিয়ে মোটরসাইকেলযোগে মুকসুদপুর যাচ্ছিলেন। তাঁরা বাটিকামারী এলাকায় পৌঁছালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের সঙ্গে ‍মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন রাজিব। গুরুতর আহত রানাসহ বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত রাজিব মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট