হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। তাঁর নাম রাজিব শেখ (৩৫)। আজ রোববার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

মুকসুদপুর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শহিদুল ইসলাম বলেন, লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, নিজ বাড়ি মুকসুদপুরের কানুরিয়া থেকে সিঙ্গাপুর প্রবাসী রাজিব তাঁর ছোট ভাই রানাকে নিয়ে মোটরসাইকেলযোগে মুকসুদপুর যাচ্ছিলেন। তাঁরা বাটিকামারী এলাকায় পৌঁছালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি লোকাল বাসের সঙ্গে ‍মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন রাজিব। গুরুতর আহত রানাসহ বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত রাজিব মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে।

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা