হোম > সারা দেশ > নরসিংদী

‘খাবার কম দেখে’ শাবলের আঘাতে মাকে খুন করল মাদকাসক্ত ছেলে

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে খাবার কম দেখে রেগে গিয়ে মাদকাসক্ত এক তরুণ শাবলের আঘাতে মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার একদুরিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাশেনারা বেগমের (৫০) উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার স্ত্রী। এঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

মাকে হত্যার অভিযোগে ছেলে আরিফ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া জানান। হাশেনারা বেগমের (৫০) 

মামলার এজাহারের বরাতে মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, আরিফ মিয়া এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁর মা-বাবা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আরিফ কোনো কাজ করেন না, মা-বাবার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন। মাদক কেনার টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন তিনি। শনিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে খাবার খেতে গিয়ে অল্প খাবার দেখতে পেয়ে রেগে যান আরিফ। মা হাশেনারাকে খাবার কেন অল্প জিজ্ঞাসা করলে বলেন, এটা খেয়েই সন্তুষ্ট থাকতে হবে। বেশি খেতে হলে উপার্জন করে খেতে হবে। তাকে আর এভাবে বসিয়ে খাওয়াতে পারবেন না। 

এজাহার সূত্রে আরও জানা যায়, এতে আরিফ ক্ষিপ্ত হয়ে বসতঘর থেকে লোহার শাবল বের করে মাকে আঘাত করেন। হাশেনারার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। 

মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে আরিফ মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ