হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কিশোরগঞ্জ প্রতিনিধি

ঝগড়া থামাতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে রিয়াদ খান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে খুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই পরীক্ষার্থী উপজেলার একই গ্রামের মো. স্বপন খানের ছেলে। সে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ খানের (১৭) পার্শ্ববর্তী বাড়িতে বিয়ে হয় তার আপন চাচাতো বোনের। স্বামীর বাড়ির লোকজন বিভিন্নভাবে অত্যাচার করে ওই বোনকে। গতকাল রাত ১২টার দিকে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন খানের সঙ্গে ওই পরিবারের লোকদের ঝগড়া হয়। 

রিয়াদ ঝগড়া থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রবিউল একপর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের মা হাসি আক্তার বলেন, ‘রিয়াদের বাবার সঙ্গে তার ভাতিজির স্বামীর পরিবারের ঝগড়া চলছিল। রিয়াদ ঝগড়া থামাতে গেলে ভাতিজির দেবর রবিউল তাকে ছুরিকাঘাত করে। তার বাবার সঙ্গে ঝগড়া করছে ওই ঝগড়া থামানো কি অন্যায়? কেন এভাবে মেরে ফেলল আমার ছেলেটাকে। আমি এ হত্যার বিচার চাই।’ 

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই রিয়াদ মারা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে এবং বুকে ছুরিকাঘাতের মারাত্মক জখমের চিহ্ন ছিল।’ 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন