হোম > সারা দেশ > ঢাকা

সন্তানের ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে নিখোঁজ হন মিরাজ (১৯)। বুদ্ধিপ্রতিবন্ধী এই সন্তানকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা-মা। 

আজ থেকে ঠিক ১৬ দিন আগে নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন বাবা কালাম শেখ ও মা মিনা আক্তার। এ ঘটনায় গত ৮ জুলাই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কালাম। ডায়েরি নম্বর ৩৯৯। 

কালাম শেখ দিনমজুর। গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারণে প্রায় এক যুগ আগে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। দিনমজুরের কাজ করে কোনো রকম দিনাতিপাত করেন এবং প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করান। কিন্তু সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি। 

আজ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-নবীনগর সড়কের বেড়িবাঁধ এলাকায় এই দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৬ জুলাই রাতে ধউর এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিরাজ। পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি নিজেদের মতো করে সন্তানের ছবি হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন আর খুঁজছেন। 

এদিকে সন্তানের খোঁজে নানা স্থানে ঘুরে গিয়ে কোনো কাজ করতে পারেননি কালাম। হাতের টাকাও শেষ হয়ে এসেছে। সন্তানের খোঁজে ছুটে চলা এই বাবা-মা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে বলেছেন, মিরাজের সন্ধান পেলে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন