হোম > সারা দেশ > ঢাকা

সন্তানের ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে নিখোঁজ হন মিরাজ (১৯)। বুদ্ধিপ্রতিবন্ধী এই সন্তানকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা-মা। 

আজ থেকে ঠিক ১৬ দিন আগে নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন বাবা কালাম শেখ ও মা মিনা আক্তার। এ ঘটনায় গত ৮ জুলাই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কালাম। ডায়েরি নম্বর ৩৯৯। 

কালাম শেখ দিনমজুর। গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারণে প্রায় এক যুগ আগে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। দিনমজুরের কাজ করে কোনো রকম দিনাতিপাত করেন এবং প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করান। কিন্তু সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি। 

আজ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-নবীনগর সড়কের বেড়িবাঁধ এলাকায় এই দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৬ জুলাই রাতে ধউর এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিরাজ। পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি নিজেদের মতো করে সন্তানের ছবি হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন আর খুঁজছেন। 

এদিকে সন্তানের খোঁজে নানা স্থানে ঘুরে গিয়ে কোনো কাজ করতে পারেননি কালাম। হাতের টাকাও শেষ হয়ে এসেছে। সন্তানের খোঁজে ছুটে চলা এই বাবা-মা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে বলেছেন, মিরাজের সন্ধান পেলে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ