হোম > সারা দেশ > ঢাকা

ঈদ শুভেচ্ছা কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের শুভেচ্ছার কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি প্রকাশ করায় ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কনটেন্টের দায়িত্বপ্রাপ্ত গ্রাফিকস ডিজাইনারের বিরুদ্ধে করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এই নির্দেশ দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। বাদী নজরুল ইসলাম নরসিংদী জেলার পলাশ থানার বালিয়া গ্রামের বাসিন্দা। বাদীর আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ ও ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবিসংবলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটি পড়ে বাদী, সাক্ষীরা ও সব ধর্মপ্রাণ মুসলমান মর্মাহত হয়েছেন। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আরজিতে আরও বলা হয়েছে, এই ছবি শুধু বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি, বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে