হোম > সারা দেশ > ঢাকা

ঈদ শুভেচ্ছা কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের শুভেচ্ছার কার্টুনে হাস্যোজ্জ্বল কুকুরের ছবি প্রকাশ করায় ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কনটেন্টের দায়িত্বপ্রাপ্ত গ্রাফিকস ডিজাইনারের বিরুদ্ধে করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এই নির্দেশ দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। বাদী নজরুল ইসলাম নরসিংদী জেলার পলাশ থানার বালিয়া গ্রামের বাসিন্দা। বাদীর আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩০ মার্চ (নগর সংস্করণ) প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২, ৩ ও ৪ নম্বর কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক কুকুরের ছবিসংবলিত একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়। এই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। সংবাদপত্রটি পড়ে বাদী, সাক্ষীরা ও সব ধর্মপ্রাণ মুসলমান মর্মাহত হয়েছেন। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত ও হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আরজিতে আরও বলা হয়েছে, এই ছবি শুধু বাদীর ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করেনি, বরং সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি