হোম > সারা দেশ > ঢাকা

সাবেক আইনমন্ত্রী আনিসুলের ঘনিষ্ঠ তৌফিকা করিমের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৌফিকা করিম। ছবি: সংগৃহীত

অবরুদ্ধের এক মাস পর জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্ধশত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে অ্যাডভোকেট তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

আজ শনিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি করা হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আকতারুল বলেন, আসামি অ্যাডভোকেট তৌফিকা করিমের নামে বৈধ আয়বহির্ভূতভাবে অর্জন করা ৫৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৯৮ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। যে কারণে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এর বিপরীতে বৈধ আয়ের উৎসে রয়েছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিকা করিমের নিজ নামে ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে এসব লেনদেনের বৈধ উৎস পাওয়া যায়নি। ফলে তিনি এই বিপুল সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর নামে ৬ কোটি ৩৩ লাখ টাকায় একটি বিলাসবহুল বাড়ির মালিকানা অর্জন, ইউনাইটেড ব্যাংক ও সিটিজেনস ব্যাংক পিএলসিতে ৫ কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। সেই প্রভাবকে কাজে লাগিয়ে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ, বদলি, জামিনসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং অন্যান্য নামে বিপুল আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তৌফিকা করিম নিজের নামে থাকা অর্থ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন, এমন সন্দেহে ব্যাংকে থাকা অর্থ অবরুদ্ধ করতে গত ২৩ এপ্রিল আবেদন করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তৌফিকা করিমের নিজ নামে থাকা ৩৮ ব্যাংক হিসাবে থাকা ৪১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৩১৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত। এর আগে একই আদালত গত ৬ ফেব্রুয়ারি তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১