হোম > সারা দেশ > ঢাকা

‘শিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি’

রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ‘নিয়োগযোগ্যতা: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’বিষয়ক সম্মেলন। ছবি: সংগৃহীত

শিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্স গুরুত্বপূর্ণ। ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোড মিলনায়তনে ‘নিয়োগযোগ্যতা: শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’বিষয়ক সম্মেলনে বক্তারা এই মতামত তুলে ধরেন।

গত সোমবার (১২ মে) দিনব্যাপী ওই অনুষ্ঠানে নীতিনির্ধারক, শিক্ষা বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও তরুণ শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানে প্রবেশের যোগ্যতা ও কর্মজীবনের জন্য প্রস্তুতি ছিল সভার মূল আলোচ্য বিষয়। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বেশ কিছু ফোকাস গ্রুপ আলোচনার চূড়ান্ত পর্ব ছিল সম্মেলনটি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। মূল বক্তা ছিলেন ইংলিশ ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কপ্লেসের লার্নিং কনসালট্যান্ট ইভান ফ্রেন্ডো ও সাবেক ডেপুটি চিফ অব পার্টি, ইউএসএইড বিজয়ী প্রজেক্ট, আলমীর আহসান আসিফ। স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সমরেশ সাহার পরিচালনায় ‘শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্র: সমন্বিত উদ্যোগে দক্ষতা গড়ে তোলা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা। এতে অংশ নেন মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিকল্পনা উইংয়ের সহকারী পরিচালক জেসমিন আরা, মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রভাষক বেনাজির এলাহী মুন্নি ও কমনওয়েলথ স্কলার ও উন্নয়নকর্মী তানজিলুত তাসনুভা।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি