হোম > সারা দেশ > ঢাকা

কী আর বলব, যে লাউ সেই কদু: হাসানুল হক ইনু

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফাইল ছবি

আদালতে একটি মামলার রিমান্ড শুনানি শেষে হাসানুল হক ইনুকে হাজতখানায় নেওয়ার পথে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার আইনজীবী বলেছেন, আপনি কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন? আপনার বক্তব্য কী? জবাবে ইনু বলেন, ‘কী আর বলব, যে লাউ সেই কদু।’ সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘আপনি কোন পক্ষে?’ উত্তরে হাসানুল হক ইনু বলেন, ‘আমি লাউ ও কদু—দুটিরই বিপক্ষে।’

আজ সোমবার দুপুরের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী ইনু এসব কথা বলেন।

কারাগার থেকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় করা মিরপুর থানার হত্যা মামলায় তাঁদের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন তাঁদের।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতের কাঠগড়ায় আসার পরই ইনু ও মেনন তাঁদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন।

এ সময় হাসানুল হক ইনু তাঁর আইনজীবী মোহাম্মদ সেলিমকে বলেন, ‘আগামীকাল বিয়ের অনুষ্ঠান (ভাতিজির) হওয়ার কথা। আমি কারাগারে আছি। বিয়ে যেন আটকে না থাকে। তাদের বলে দিয়ো। আমি কারাগারে থাকলেও বিয়ের অনুষ্ঠান যেন করে ফেলে। শুভকাজে দেরি করার দরকার নেই।’

কার বিয়ের কথা বলছিলেন—সাংবাদিকেরা জানতে চাইলে আইনজীবী বলেন, ‘ইনুর ভাতিজির বিয়ে।’

এ ছাড়া আইনজীবীদের কাছে তিনি নিজের বিভিন্ন মামলার বিষয়ে খোঁজখবর নেন। আমেরিকা থেকে আসা এক ব্যক্তি ইনুর সঙ্গে কথা বলতে কাঠগড়ার পাশে দাঁড়ান। এ সময় পুলিশ বুঝতে পেরে তাঁকে সরিয়ে দেন। আইনজীবী সেলিম জানান, সরিয়ে দেওয়া ব্যক্তি ইনুর রাজনৈতিক কর্মী।

এরপর এদিন ইনু ও মেননের বিরুদ্ধে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যায় মিরপুর মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাঁদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় ইনুর আইনজীবী আদালতে শুনানিতে বলেন, ‘আন্দোলনের সময় আসামি ইনু এমপি ছিলেন না। আন্দোলনের সময় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি। বরং তিনি যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। আসামি ইনু পাকিস্তান পিরিয়ডে নামকরা ফুটবলার ছিলেন। তিনি গোলরক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি খেলা ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর বয়স হয়েছে। তাঁকে জামিন দিন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘ইনু হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। ছাত্রদের আন্দোলন কঠোরভাবে দমন করতে তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। তিনি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, এটা স্পষ্ট। ইনু, মেনন—দুজনই শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। ফ্যাসিস্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাঁরা।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি