হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ঢাবি শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত, আটক ২

ঢামেক প্রতিনিধি

ছিনতাইকারীকে ধরতে গিয়ে মাহবুবুর রহমান (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজের সামনের রাস্তায় আজ বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাহবুবুরের সহপাঠী ওমর ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি সাভারের উদ্দেশে যাচ্ছিল। সায়েন্স ল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে আসলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়।

ওমর ফারুক বলেন, এ সময় ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়। পেছনে পেছনে আমিও বাস থেকে নেমে পড়ি। পরে এক ছিনতাইকারীকে ধরে ফেলি। এ সময় ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরিকাঘাত করে। 

ওমর ফারুক জানায়, পরে মাহবুবকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি একাত্তর হলে থাকেন। তার বাসা সাভারের হেমায়েতপুরে। আজ তিনি বাসে করে সাভারে যাচ্ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মাহবুবের বাম কানের ওপরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ল্যাবের আড়ং শোরুমের সামনে ঢাবির দ্বিতল বিআরটিসি বাসে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রুবেল (২২) নামের এক ছিনতাইকারীকে জনগণ গণধোলাই দিয়েছে। তার চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’ 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন