হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ঢাবি শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত, আটক ২

ঢামেক প্রতিনিধি

ছিনতাইকারীকে ধরতে গিয়ে মাহবুবুর রহমান (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজের সামনের রাস্তায় আজ বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাহবুবুরের সহপাঠী ওমর ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি সাভারের উদ্দেশে যাচ্ছিল। সায়েন্স ল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে আসলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়।

ওমর ফারুক বলেন, এ সময় ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়। পেছনে পেছনে আমিও বাস থেকে নেমে পড়ি। পরে এক ছিনতাইকারীকে ধরে ফেলি। এ সময় ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরিকাঘাত করে। 

ওমর ফারুক জানায়, পরে মাহবুবকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি একাত্তর হলে থাকেন। তার বাসা সাভারের হেমায়েতপুরে। আজ তিনি বাসে করে সাভারে যাচ্ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মাহবুবের বাম কানের ওপরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ল্যাবের আড়ং শোরুমের সামনে ঢাবির দ্বিতল বিআরটিসি বাসে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রুবেল (২২) নামের এক ছিনতাইকারীকে জনগণ গণধোলাই দিয়েছে। তার চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’ 

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ