জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটি।
আজ শনিবার সকালে জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটির আহ্বায়ক এম ডি এন মাইকেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশন গঠনের মাধ্যমে খুঁজে বের করা না গেলে এই দেশ ও এই জাতি কখনোই অভিশাপমুক্ত হবে না। আজ থেকে ৫০ কিংবা ১০০ বছর পরেও যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আর যদি বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশনের মাধ্যমে খুঁজে বের না করা যায়, তাহলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না আর এই জাতি অভিশাপমুক্ত হবে না।