হোম > সারা দেশ > ঢাকা

কিছু বুঝে ওঠার আগেই বাসটি আইল্যান্ডে উঠে গেল 

নিজস্ব প্রতিবেদক, সাভার

‘কিছু বুঝে ওঠার আগেই একটি বাস হঠাৎ করে মাথা বাড়িয়ে আইল্যান্ডের ওপর উঠে গেল। আর আমাদের বাসটি ওই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খেল। এরপর কি হলো তা মনে করতে পারছি না’-এভাবেই ঘটনার বর্ণনা করছিলেন দুর্ঘটনার শিকার পরমাণু শক্তি কমিশনের বাসের থাকায় আহত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহাবুদ্দিন তালুকদার। 

আজ শনিবার সকালে সাভারের সড় দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তা ও বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পরমাণু শক্তি কমিশনের ১০ কর্মকর্তা ও কর্মচারীসহ ২০ জন। আহতদের মধ্যে পরমাণু শক্তি কমিশনের ৯ কর্মকর্তা ও কর্মচারীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান (৩৫), বৈজ্ঞানিক কর্মকর্তা পুজা সরকার (২৮), প্রকৌশলী কাওছার আহমেদ (৩০) ও বাসের চালক রাজিব হোসেন (২৮)। 

নিহত আরিফুজ্জামানের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির বিভাগের ৩৫ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। নিহত পুজা সরকারের বাড়ি ঢাকার টিকাটলিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪১ তম ব্যাচের সাবেক ছাত্রী তিনি। কাউছার আহমেদ রাব্বির বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বাসের চালক রাজিব হোসেনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। 

পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সায়েম মাহমুদ বলেন, পরমাণু শক্তি কমিশনের বাসে ১৪ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাঁরা আজ রোববার সকালে প্রতিষ্ঠানের বাসে করে আশুলিয়ার গণকবাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা তাঁদের বাসটি সাভারের বলিয়ারপুরে এসএন সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে সড়ক বিভাজকের ওপরে আড়াআড়িভাবে থাকা অপর একটি বাসের সামনে সজোরে ধাক্কা খায়। এ সময় দুইটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এসএন সিএনজি স্টেশনের গেটম্যান মহিদুল ইসলাম জানান, ঢাকাগামী সেফলাইন পরিবহনের একটি বাস তাঁদের সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় পেছন থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক ওই বাসকে ধাক্কা দিলে বাসটি সড়কের ওপর আড়াআড়ি দাঁড়িয়ে যায়। ঠিক তখনই ঢাকার দিক থেকে আসা আশুলিয়ার গণকবাড়ীগামী বাংলাদেশ পরমাণুশক্তি কমিশনের বাসটিতেও ওই বাসের ধাক্কা লাগে। 

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার