হোম > সারা দেশ > ঢাকা

৯ বছরের শিশুকে খুন, মাসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনায় আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র হাসমি হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান নামে অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রায় দেন। 

শিশুর মা ছাড়া অপর দুই আসামি হলেন– মো. নুরুন্নবী ও মো. রসুল। খালাস পাওয়া আসামি হাফিজুরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশু হাসমিকে খুনের মামলায় ২০১৭ সালের ২৯ আগস্ট রায় দেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা। রায়ে শিশু হাসমির মা সোনিয়া আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। অপরদিকে আপিল করেন আসামিরা। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে সোনিয়ার সঙ্গে মো. হাফিজুর রহমানের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর হাফিজুর বিদেশে চলে যান। দেশে আসার পর পারিবারিক কলহে বিচ্ছেদ ঘটে। কিন্তু শিশু হাসমি থেকে যায় বাবার সঙ্গে। পরে হাসমিকে ২০১৬ সালের ৬ জুন রাতে অপহরণ করান মা সোনিয়া। এরপর মাকে অপহরণকারীদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হাসমি। 

বিষয়টি জানাজানির ভয়ে অপহরণকারীরা সোনিয়ার সামনেই হাসমিকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে ডাঙ্গা বিলে ফেলে দেওয়া হয়। 

২০১৬ সালের ৯ জুন হাসমির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় হাসমির বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে মো. নুরুন্নবী, হাফিজুর রহমান, মো. রসুলের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা