হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী পুলিশের কেউ নয়: ডিবি প্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবির কেউ না। অনেক সময় ডিবির জ্যাকেট পড়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা। ঢাকায় বাসে আগুনের ঘটনাটিও তেমন কোনো চক্র। যারাই এটা করেছে, আমরা তাদের খুঁজছি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

আজ শনিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের চালক নুরুল হক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী বাসটিতে আগুন দেয়। তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল।’

এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পড়ে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পড়ে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ড্রেস উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলতেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন লাগিয়েছে আমরা তাঁকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করবো। আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

হারুন বলেন, আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটাও করেছে। এখন হয়তোবা তারা মনে করছে, একটা ড্রেস পড়িয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে, সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্র। যারা আইনশৃঙ্খলায় নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোয় আগুন লাগিয়েছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে