হোম > সারা দেশ > ঢাকা

পেশাদার চাঁদাবাজ চক্রের আরও ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ্যে চাঁদাবাজির সময় রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দারুস সালাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (২২ ডিসেম্বর) মিরপুর ও ভাষানটেক এলাকা থেকে আরও চার চাঁদাবাজকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৪। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুর আলম (৫০), শাহাদৎ সরদার (৪০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ১০ হাজার ৮৫০ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে। 

তাঁরা পেশাদার চাঁদাবাজ চক্রের সদস্য জানিয়ে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ‘পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন দোকান থেকে ২৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাঁরা তাঁকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিত। দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল।’ 

মোজাম্মেল হক আরও জানান, বিভিন্ন দোকান ছাড়াও ঢাকায় আসা সাধারণ মানুষের যানবাহন আটকে চাঁদাবাজি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা টাকা, মোবাইল, ল্যাপটপ ও দামি জিনিসপত্র ছিনতাই করে নেয় তাঁরা। গাবতলী, মিরপুর, বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই ও চাঁদাবাজি করছে। চক্রের অন্যদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন