হোম > সারা দেশ > ঢাকা

নজরুল ইসলাম মজুমদার ও সুবিদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

নজরুল ইসলাম মজুমদার ও সাবেক এমপি সুবিদ আলী ভূইয়া। ছবি: সংগৃহীত

বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।

একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।

নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।

গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি