হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

খেলা শেষে মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. শিহাবের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

শিহাব উপজেলার জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদরাসার ছাত্র ছিল। 

শিহাবের মা সালেহা বেগম জানান, সকালে মাদরাসা থেকে বের হয়ে সহপাঠী আব্দুল্লাহ আল তামিমের (১০) সঙ্গে পার্শ্ববর্তী বলাকীচর গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে যায়। সেখানে খেলা শেষে ভবানীপুর গ্রামের পাশেই মেঘনা নদীতে সহপাঠীকে নিয়ে তাঁর ছেলে গোসল করতে নামে। তরপর এই দুর্ঘটনা ঘটে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দুলাল ব্যানার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। নিখোঁজের সন্ধানে সকাল থেকে আপ্রাণ চেষ্টার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।’

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার তৎপরতার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে ডুবুরি দল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্থান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু