হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

খেলা শেষে মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. শিহাবের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

শিহাব উপজেলার জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং ভবানীপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া কবরস্থান মাদরাসার ছাত্র ছিল। 

শিহাবের মা সালেহা বেগম জানান, সকালে মাদরাসা থেকে বের হয়ে সহপাঠী আব্দুল্লাহ আল তামিমের (১০) সঙ্গে পার্শ্ববর্তী বলাকীচর গ্রামের বালুর মাঠে ফুটবল খেলতে যায়। সেখানে খেলা শেষে ভবানীপুর গ্রামের পাশেই মেঘনা নদীতে সহপাঠীকে নিয়ে তাঁর ছেলে গোসল করতে নামে। তরপর এই দুর্ঘটনা ঘটে। 

গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার দুলাল ব্যানার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। নিখোঁজের সন্ধানে সকাল থেকে আপ্রাণ চেষ্টার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।’

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার তৎপরতার পর বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে ডুবুরি দল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্থান্তর করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন