হোম > সারা দেশ > ঢাকা

ভোট গণনায় মারামারির মামলায় যুথীসহ ৪ আইনজীবীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন প্রধান আসামি নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবী। আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ তাঁদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও জাকির হোসেন মাসুদ। আদালতে যুথীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। 

গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আগাম জামিন শুনানিতে বিব্রত বোধ করেন। পরে তা পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি গতকাল বিষয়টি শুনানির জন্য এই বেঞ্চে পাঠান। 

উল্লেখ্য, গত ৬-৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৭ মার্চ রাতে ভোট গণনার সময় মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। 

সেই মামলায় নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে কাজলসহ কয়েকজনকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে