হোম > সারা দেশ > ঢাকা

ভোট গণনায় মারামারির মামলায় যুথীসহ ৪ আইনজীবীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন প্রধান আসামি নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবী। আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ তাঁদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও জাকির হোসেন মাসুদ। আদালতে যুথীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান ও শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। 

গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আগাম জামিন শুনানিতে বিব্রত বোধ করেন। পরে তা পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি গতকাল বিষয়টি শুনানির জন্য এই বেঞ্চে পাঠান। 

উল্লেখ্য, গত ৬-৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৭ মার্চ রাতে ভোট গণনার সময় মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। 

সেই মামলায় নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক পদপ্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এরই মধ্যে কাজলসহ কয়েকজনকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ