হোম > সারা দেশ > ঢাকা

তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তিতাস কর্মকর্তা তহুরুল ইসলামের বিরুদ্ধে। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইএসএস শাখা, ঢাকা মেট্রোপলিটন বিক্রয় বিভাগ-৪ এর সিনিয়র সুপারভাইজার। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আলী আকবর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিবরণী গোপনের অপরাধ আনা হয়েছে অভিযোগপত্রে। এর আগে, ২০২০ সালের ১৯ আগস্ট তহুরুল ইসলামের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে দুদক।
 
অভিযোগপত্রে বলা হয়, তহুরুল ইসলাম দুদকের কাছে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন যেখানে সম্পদের পরিমাণ দেখানো হয় ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। কিন্তু দুদক তাঁর ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকার সম্পদের সন্ধান পায়, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। এ ছাড়া, তিনি তাঁর সম্পদ বিবরণীতে ৫৩ লাখ ৩৬ হাজার ৯৩৬ টাকার সম্পদ গোপন করেন।
 
উল্লেখ্য, মামলা দায়েরের পর তহুরুল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু