হোম > সারা দেশ > ঢাকা

তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তিতাস কর্মকর্তা তহুরুল ইসলামের বিরুদ্ধে। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইএসএস শাখা, ঢাকা মেট্রোপলিটন বিক্রয় বিভাগ-৪ এর সিনিয়র সুপারভাইজার। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আলী আকবর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিবরণী গোপনের অপরাধ আনা হয়েছে অভিযোগপত্রে। এর আগে, ২০২০ সালের ১৯ আগস্ট তহুরুল ইসলামের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে দুদক।
 
অভিযোগপত্রে বলা হয়, তহুরুল ইসলাম দুদকের কাছে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন যেখানে সম্পদের পরিমাণ দেখানো হয় ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। কিন্তু দুদক তাঁর ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকার সম্পদের সন্ধান পায়, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। এ ছাড়া, তিনি তাঁর সম্পদ বিবরণীতে ৫৩ লাখ ৩৬ হাজার ৯৩৬ টাকার সম্পদ গোপন করেন।
 
উল্লেখ্য, মামলা দায়েরের পর তহুরুল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব