হোম > সারা দেশ > ঢাকা

তিতাস কর্মকর্তা তহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে তিতাস কর্মকর্তা তহুরুল ইসলামের বিরুদ্ধে। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইএসএস শাখা, ঢাকা মেট্রোপলিটন বিক্রয় বিভাগ-৪ এর সিনিয়র সুপারভাইজার। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।   

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আলী আকবর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৫৩ লাখ ৩৫ হাজার টাকার সম্পদ বিবরণী গোপনের অপরাধ আনা হয়েছে অভিযোগপত্রে। এর আগে, ২০২০ সালের ১৯ আগস্ট তহুরুল ইসলামের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করে দুদক।
 
অভিযোগপত্রে বলা হয়, তহুরুল ইসলাম দুদকের কাছে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন যেখানে সম্পদের পরিমাণ দেখানো হয় ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। কিন্তু দুদক তাঁর ২ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭৪১ টাকার সম্পদের সন্ধান পায়, যা তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন। এ ছাড়া, তিনি তাঁর সম্পদ বিবরণীতে ৫৩ লাখ ৩৬ হাজার ৯৩৬ টাকার সম্পদ গোপন করেন।
 
উল্লেখ্য, মামলা দায়েরের পর তহুরুল হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১