রাজধানীর মতিঝিলের পৃথক এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে মতিঝিল থানা-পুলিশ নটর ডেম কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচে ফুটপাথ থেকে একটি এবং বেলা আড়াইটার দিকে কমলাপুর স্টেশন থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় জানান, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকাতেই থাকতেন। তাঁদের একজনের বয়স আনুমানিক (৪০), আরেকজনের (৭০) বছর হবে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আজ দুপুরে নটর ডেম কলেজের সামনে ফুটপাথে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা থানায় খবর দেন। তখন সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার আরেক উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় জানান, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন। গত তিন-চার দিন যাবৎ তাঁকে স্টেশনের ৬ নম্বর গেটের পাশে ফুটপাথে দেখা গিয়েছিল। তিনি সেখানে ভিক্ষা করতেন। পথচারীদের অনেকেই খাবার কিনে দিতেন তাঁকে।
এই এসআই আরও জানান, দুপুরে তাঁকে ফুটপাথে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।