হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের পৃথক এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে মতিঝিল থানা-পুলিশ নটর ডেম কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচে ফুটপাথ থেকে একটি এবং বেলা আড়াইটার দিকে কমলাপুর স্টেশন থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করে। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় জানান, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকাতেই থাকতেন। তাঁদের একজনের বয়স আনুমানিক (৪০), আরেকজনের (৭০) বছর হবে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, আজ দুপুরে নটর ডেম কলেজের সামনে ফুটপাথে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা থানায় খবর দেন। তখন সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  

মতিঝিল থানার আরেক উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় জানান, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন। গত তিন-চার দিন যাবৎ তাঁকে স্টেশনের ৬ নম্বর গেটের পাশে ফুটপাথে দেখা গিয়েছিল। তিনি সেখানে ভিক্ষা করতেন। পথচারীদের অনেকেই খাবার কিনে দিতেন তাঁকে। 

এই এসআই আরও জানান, দুপুরে তাঁকে ফুটপাথে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার