হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিগারেটের নতুন প্যাকেটে পুরোনো স্ট্যাম্প ব্যবহার, কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল টোব্যাকোকে ৫ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ভ্যাট কর্মকর্তা সাইফুলকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার শলাকা সিগারেট এবং ১০ বস্তা পুরোনো রাজস্ব স্ট্যাম্প।

গোলাম মোর্শেদ জানান, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে পুরোনো ব্যবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করত। এতে প্রতিদিন আনুমানিক ৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিত। অভিযানে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

২০২৩ সালে একই অভিযোগে কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছিল। তবে মাত্র সাত দিন পরই তা আবার চালু করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, তামাকজাত পণ্যে শুল্ক ফাঁকি ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক