হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে ঠিকাদারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় রড পড়ে মাজেম আলী (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের ঠিকাদারি করতেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। 

মৃত মাজেম আলীর ছেলে আসাদুজ্জামান মিলন জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ঘোড়াশাল গ্রামে। বর্তমানে দক্ষিণ কুড়িল হিমবাড়ি এলাকায় থাকতেন। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

মিলন বলেন, তাঁর বাবা নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন। বিকেলে মধ্য বাড্ডা ৫ নম্বর সড়কের ১৮ নম্বর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করছিলেন তিনি। তখন শ্রমিকেরা রড তুলছিলেন। সে সময় একটি রড তাঁর মাথার ওপর পড়ে থুতনি দিয়ে বের হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মাজেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল