হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে ঠিকাদারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় রড পড়ে মাজেম আলী (৫৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের ঠিকাদারি করতেন। 

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। 

মৃত মাজেম আলীর ছেলে আসাদুজ্জামান মিলন জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ঘোড়াশাল গ্রামে। বর্তমানে দক্ষিণ কুড়িল হিমবাড়ি এলাকায় থাকতেন। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

মিলন বলেন, তাঁর বাবা নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন। বিকেলে মধ্য বাড্ডা ৫ নম্বর সড়কের ১৮ নম্বর ভবনের নির্মাণকাজ পরিদর্শন করছিলেন তিনি। তখন শ্রমিকেরা রড তুলছিলেন। সে সময় একটি রড তাঁর মাথার ওপর পড়ে থুতনি দিয়ে বের হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মাজেম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা-পুলিশকে জানানো হয়েছে।

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন