হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরকীয়ায় বাধা দেওয়ায় ডাকাতির নাটক সাজিয়ে হত্যা করা হয় স্ত্রীকে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদের কেনাকাটা করে দেওয়ার নাম করে শ্বাসরোধে হত্যা করা হয় স্ত্রী মৌসুমিকে। স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সাজানো হয় ডাকাতির নাটক। স্বামী শরিফুলের ইসলাম রাসেলের সহযোগী রাজিব হোসেন ও আরজুকে গ্রেপ্তারের পর এমন তথ্য বেরিয়ে এসেছে। 

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম। অভিযুক্ত স্বামী রাসেল একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন বলে জানায় পুলিশ। 

তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গত ১৯ এপ্রিল ঈদের তিন দিন আগে শরিফুল ইসলাম স্ত্রীকে ঈদ শপিং করে দেওয়ার কথা বলে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া মার্কেটে নিয়ে আসে। শপিং শেষে স্ত্রীকে ওঠায় আগে থেকে ঠিক করে রাখা একটি হাইয়েস গাড়িতে। সেখানেই শ্বাসরোধ করে হত্যা করা হয় মৌসুমিকে। এরপর ঘটনাটি ডাকাতির নাটক সাজানো হয়। বন্ধু আরজুকে দিয়ে পিঠে ধারালো অস্ত্রের আঘাত করে পরিবারকে ফোন দিয়ে জানায় কল্পিত ডাকাতের কথা। আহত অবস্থায় শরিফুল ভর্তি হয় হাসপাতালে। ঘটনার পরদিন নিহতের ভাই শাহজালাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফুলকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আরও বলেন, বেশ কিছুদিন মামলার রহস্য উদ্‌ঘাটন করতে না পেরে মামলার দায়িত্ব পায় ডিবি পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক রাজিব হোসেন ও বন্ধু আরজুকে। গ্রেপ্তারের পরপরেই তারা পুলিশের কাছে হত্যার বর্ণনা দেয়। এই ঘটনায় শরিফুল ইসলামকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে যেসব নারীদের সঙ্গে শরিফুলের সম্পর্ক ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন