হোম > সারা দেশ > ঢাকা

হাইকোর্টের আদেশ অমান্য করে সন্তান নিয়ে অস্ট্রেলিয়া পালালেন বাবা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সন্তানসহ সানিউর টি আই এম নবীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে বিকেলে আদেশ হলেও সকালেই তিন বছরের সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান তিনি। আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রাষ্ট্রপক্ষের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার জানান, ১৬ নভেম্বর বিকেলে ওই শিশুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আর পুলিশ জানিয়েছে, ওই দিন সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশুকে নিয়ে বাবা অস্ট্রেলিয়া চলে যান। এর আগে এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্ট ওই শিশুকে মায়ের জিম্মায় দেন। আর বাবা সপ্তাহে তিন দিন শিশুর সঙ্গে সময় কাটাতে পারবেন বলে আদেশে বলা হয়। 

আদালতের নির্দেশের পর শিশুটিকে গুলশান ক্লাবে ভারতীয় বংশোদ্ভূত মায়ের কাছে থাকার ব্যবস্থা করা হয়। এর মধ্যে শিশুটির মায়ের বিরুদ্ধে জিডি করেন বাবা। জিডিমূলে নন এফআইআর মামলাও হয়। পরে কৌশলে শিশুটিকে নিয়ে যান বাবা সানিউর টি আই এম নবী। বিষয়টি গত সোমবার জানালে হাইকোর্ট শিশুটিকে পরদিন সকাল ১০টার মধ্যে আইনজীবীর চেম্বারে হাজির করতে বলেন। কিন্তু শিশুটিকে হাজির না করায় ওই দিন বিদেশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। আর গত বুধবার আদালত ওই শিশুকে বাবাসহ ২১ নভেম্বর আদালতে হাজির করতে নির্দেশ দেন।

২০১৭ সালে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে বিয়ে করেন বারিধারার টি আই এম নবী। বিয়ের পর তাঁরা মালয়েশিয়া বসবাস শুরু করেন। কয়েক মাস পর তাঁরা ঢাকায় ফিরে আসেন। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলের জন্ম দেন। কিন্তু করোনাকালে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে বিচ্ছেদ হয়। বিষয়টি মেয়েটির স্বজনরা জানতে পেরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেন। সমাধান না হওয়ায় সাদিকার বোন মানবাধিকার সংগঠনের কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে ডিভোর্স দেন নবী। পরে একটি মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার