হোম > সারা দেশ > ঢাকা

মহানবীকে নিয়ে কটূক্তি: বদরুন্নেসার সেই শিক্ষার্থীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার দায়ে রাজধানীর বকশি বাজারের বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ইশরাত জাহানকে দুই বছর ৭ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই কারাদণ্ড দেন।

তবে দুই বছর ৭ মাস ইতিমধ্যে কারা ভোগ করায় তাঁকে আর কারা ভোগ করতে হবে না। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২০ সালের ৬ নভেম্বর থেকে কারাগারে থাকা ইশরাত জাহানকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

সাইবার ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে ইসরাত জাহানকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে তিনি দোষ স্বীকার করেন। আর আসামি দোষ স্বীকার করায় আদালত তার পূর্ববর্তী কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে ঘোষণা করে এই রায় দেন।

আসামি ইশরাত জাহান বদরুন্নেছা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২০ সালের নভেম্বর মাসে ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন। তখন সমালোচনার ঝড় উঠলে ২০২০ সালের ৬ নভেম্বর র‍্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইশরাত জাহান।

ওই ঘটনায় রাজধানীর দারুস সালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ওই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ