হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে উত্তরায় দুজন এবং বাড্ডা আফতাবনগরে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরায় এবং বেলা আড়াইটার দিকে বাড্ডায় দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন—উত্তরায় মাসুম (৩২) ও অলিউল্লাহ (২০) এবং বাড্ডায় নাসির উদ্দিন (৪০)। 

উত্তরা থেকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বেলাল হোসেন বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের, ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনের ৯ম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। মাচানটির রশি ছিঁড়ে তাঁরা তিনজনই পড়ে যান। তিনজনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম এবং ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ইয়াকুব। তাঁদের ৩ জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন এবং সেখানে কাজ করতেন। 

অন্যদিকে বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর বলেন, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন এবং সেখানেই থাকেন তাঁরা। ৮ম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। মাচানের রশি ছিঁড়ে তারা দুজনই পড়ে যান। পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। ভর্তি রয়েছেন জাহিদ। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত মাসুম ও নাসিরুদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ইয়াকুব ও জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট স্ব স্ব থানায় জানানো হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার