হোম > সারা দেশ > ঢাকা

ট্রেনের টিকিট রিফান্ডের বিষয়ে যা জানালেন ঢাকা স্টেশন ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে। আবার কেউ চাইলে বিআরটিসি বাসেও যাতায়াত করতে পারবেন।

আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘যাত্রীদের বিকল্প যাতায়াতের জন্য উপদেষ্টা ও সচিব বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। তবে বিআরটিসি বাসের মান সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে যতটুকু তথ্য আছে দূর পাল্লার বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে।’

টিকিট রিফান্ডের বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, ‘কোনো যাত্রী যদি রিফান্ড চান, তাহলে তাঁর টাকা ফেরত দেওয়া হবে এবং পরে যদি কোনো যাত্রী যাতায়াত করতে চান তাহলে নতুন করে টিকেট কাটতে হবে। এসব টিকেটের ক্ষেত্রে আমরা কেবল রিফান্ডের ব্যবস্থা করেছি। পরবর্তী যাত্রার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি।’

বিআরটিসি সার্ভিস কত দিন পর্যন্ত চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সমস্যা থেকে আমরা খুব দ্রুতই উত্তরণ করতে পারব। এ সমস্যা সমাধান হলে আমরা ট্রেনের মাধ্যমেই যাত্রীর যাতায়তের ব্যবস্থা করব। আজকে যদি ট্রেন চালু হয় তাহলে আজকে থেকেই যাত্রীরা ট্রেনে যাতায়ত করতে পারবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে