হোম > সারা দেশ > ঢাকা

আইনজীবীকে হত্যাচেষ্টার মামলা: শেখ হাসিনার সঙ্গে আসামি ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে। 

আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।

মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ