হোম > সারা দেশ > ঢাকা

ইসকন নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের

আজকের পত্রিকা ডেস্ক­

বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে রাজধানীর শাপলা চত্বরে বড় সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতের নেতারা।

আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ হুঁশিয়ারি দেন।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘মুসলমানেরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সে সময় হিন্দুদের ওপর নির্যাতন চালাতাম, তা হলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ ইতিহাস সাক্ষী, সেই শাসনকালেও হিন্দু-মুসলমানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল।’ তিনি বলেন, ‘আমার দেশের ফ্যাসিবাদী সরকার যখন হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখনই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা নাটক তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ কাজের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা।’

হেফাজতের নেতারা জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব ধরনের নিরাপত্তা দেবে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু তাঁরা যেন ইসকনের সঙ্গে কোনো আপস না করে। হিন্দুত্ব আর ইসকন এক নয় বলেও দাবি করেন হেফাজত নেতারা।

হেফাজতের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সুপরিকল্পিত একটি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর পাঁয়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা শুধু বর্বরই নয়; বরং একটি ঘৃণ্য হত্যাকাণ্ড।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট