হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ওই পরিবারের আলমারিতে রাখা ছিল গ্রেনেড সদৃশ বস্তুটি। বাড়ির শিশুরা মাঝে মধ্যে বস্তুটি দিয়ে খেলতো বলেও জানা গেছে। 

খবর পেয়ে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদীনের বাড়িতে যায় শিবচর থানা–পুলিশের টিম। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমারের নেতৃত্বে বসত ঘরের আলমারিতে রাখা বস্তুটি উদ্ধার করে। অনেক দিন আগে পুকুর খনন করতে গিয়ে জয়নাল আবেদীনের পরিবার গ্রেনেড সদৃশ বস্তুটি পায়। পুরোনো এবং মরিচা পড়া হলেও এর সঙ্গে একটি পিন যুক্ত রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জয়নাল আবেদীনের কিশোর বয়সী ছেলে তার মামা বাবু মোল্লার বাড়িতে বসে একটি সিনেমা দেখছিল। সিনেমায় গ্রেনেড দেখে তার মামাকে জানায় ওই রকম একটি বস্তু তাদের বাড়িতেও আছে। গতকাল রাতে বিষয়টি শিবচর থানা-পুলিশকে জানালে তাৎক্ষণিক ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘ওই পরিবারের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই বাড়িতে যাই এবং গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আদালতে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির