হোম > সারা দেশ > ঢাকা

কিউকমের বিরুদ্ধে মামলায় আরজে নীরব কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

একদিনের রিমান্ড শেষে আজ দুপুরের পরে আদালতে হাজির করা হয় আরজে নীরবকে। তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে প্রতিবেদন দিয়ে আদালতকে জানান প্রতারণার বিষয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে করে নীরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক গ্রাহকের করা মামলায় নীরবকে গ্রেপ্তার করা হয়। 

এক গ্রাহক অভিযোগ করেন, কিউকম থেকে তিনি ৫৬ লাখ টাকার বেশি পণ্য কিনে টাকা পরিশোধ করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাননি। টাকাও ফেরত পাননি। এখন কিউকমের অফিসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। 

পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলে বিশেষ অফার দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্ডারের কিছু অংশ সরবরাহ করলেও বাকিগুলোর জন্য গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় রাখছে। ২০২০ সালের নভেম্বর থেকে এ ধরনের প্রতারণা করে আসছে কিউকম। 

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে অফার দেয়। দুই থেকে ১৫ দিন সময় দিয়ে এক লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতারা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করতে শুরু করেন।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি