ঢাকার সাভার উপজেলায় একটি হাউজিং কোম্পানির প্লট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার (৩১ মার্চ) দুপুরে এখবর নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাইফুল ইসলাম।
আজ সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ওই হাউজিং কোম্পানির প্লটে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই যুবকের মাথায় ইটের অনেকগুলো আঘাত রয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।