প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ৪৪ মিনিটে ডেমরা সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও তিনটি ইউনিট। সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।