ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের সাজা কেন বৃদ্ধি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলায় রায় দেন। রায়ে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে ঘুষ লেনদেনের অভিযোগে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় দোষী সাব্যস্ত হলেও তাঁকে কোনো সাজা দেওয়া হয়নি। ওই ধারায় সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যার কারণে সাজা বাড়াতে আবেদন করেছিল দুদক।
উল্লেখ্য, ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদক ওই মামলাটি করে। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।