হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে এসির কম্প্রেসর থেকে আগুন, হুড়োহুড়িতে প্রাণ গেল রোগীর

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় কিডনি ডায়ালাইসিস কক্ষের বাইরে এসির কম্প্রেসর থেকে আগুনের ঘটনা ঘটেছে। ডায়ালাইসিস কক্ষে নিয়োজিত কর্মীরা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামের এক ভর্তি রোগী মারা গেছেন। 

আজ রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে ডায়ালাইসিস কক্ষের বাইরে এ ঘটনা ঘটে। এ সময় ভর্তি রোগী জসিম উদ্দিন ষষ্ঠ তলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হলে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত হয়ে আটতলা থেকে রোগী ও রোগীর স্বজনেরা সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামছিলেন। এ সময় অসুস্থ এক রোগী সিঁড়িতে মারা যান। 

জসিম উদ্দিনের ছেলে মফিজ সরকার আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর শয্যায় ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তাঁর বাবার শয্যায় বোনজামাই রাকিব ছিলেন। হঠাৎ চারতলা থেকে ধোঁয়া দেখে তাঁদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলা থেকে নিচে নামছিলেন তিনি। পাঁচতলার সিঁড়িতে এলে অসুস্থ হয়ে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন জসিম উদ্দিন। এ সময় তাঁর ওপর দিয়ে অন্য লোকজন নামতে শুরু করেন। পরে তাঁর বাবাকে জরুরি বিভাগে নেওয়া হলেও সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ