হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে চার মাস ধরে চাঁদাবাজি করতেন ‘সোজা চুলের’ আশরাফুল: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারে চাঁদাবাজির সময় ‘একটা চুলও বাঁকা করতে পারবা না’ বলে ডায়ালগ দেন মো. আশরাফুল আলম (২৩)। ডিএমপির অভিযানে গ্রেপ্তার হওয়ার পর এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।

আজ বুধবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে মো. আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট কার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গ্রেপ্তার আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির ২/এ রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে অনেক দিন ধরে জোর করে চাঁদা তুলছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুলসহ আরও ৩-৪ জন চার মাস ধরে ঘটনাস্থল এবং এর আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন।

‎এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কারের মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’

‎ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ ‎গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে