হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সেলিম প্রধানের প্রার্থিতার ওপর চেম্বার আদালতের স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সেলিম প্রধানের প্রার্থিতা ও প্রতীক বরাদ্দে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এই বিষয়ে শুনানির জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

ক্যাসিনো কাণ্ডে আলোচিত এবং অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের দায়ে সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের মনোনয়নপত্র গত ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করলে গত ২৮ এপ্রিল তা খারিজ হয়। এরপর হাইকোর্টে আবেদন করে প্রার্থিতা ফিরে পান সেলিম প্রধান। 

এদিকে ওই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য বৃহস্পতিবার কার্যতালিকায় ওঠে। তবে এদিন সেলিম প্রধানের আইনজীবী উপস্থিত না থাকলে তাঁর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৫ মে নির্ধারণ করেন। 

আদালতে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাজা খাটার পর ৫ বছর পার না হলে প্রার্থী হওয়া যায় না। চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে ৫ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল