হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ফারজানা (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বড় মগবাজার গ্রীনওয়ে রোডের তৃতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় হাতিরঝিল থানার পুলিশ। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত ফারজানার বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন থানার চর জহুরুদ্দিন গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম। মগবাজারের বাসায় গৃহকর্মীর কাজ করত। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ‘গত রাতে খবর পেয়ে বড় মগবাজারের ওই বাসা থেকে ফারজানার মরদেহটি উদ্ধার করি। এ সময় তার মরদেহ ড্রয়িং রুমে শায়িত অবস্থায় ছিল। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

এসআই আরও উল্লেখ করেন, মৃত ফারজানা সাহাবুদ্দিন সবুজের বাসায় কাজ করত। গত রাতে সাহাবুদ্দিন সবুজ বরিশাল থেকে রাত পৌনে ২টার দিকে বাসায় আসেন এবং বাথরুম ও ড্রয়িংরুমের লাইট জ্বালানো অবস্থায় দেখতে পান। ফারজানাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে বাথরুমের দরজা ভেঙে দেখেন ফারজানা কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজেরাই মরদেহ নামিয়ে থানায় খবর দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির