হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টার তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থেকে দুটি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড জব্দ করা হয়। 

সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায় বলে বিজ্ঞাপন দিতেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাহদী হাসান খান (২২) ও মো. আব্দুর রহমান সোহান (২০)।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে আজাদ রহমান বলেন, মাহদী হাসান খান ২০২৩ সাল থেকে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়ে সেই আইডিগুলো সচল করে এবং ফেসবুকে প্রশ্নপত্র পাওয়া যায় বলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে থেকে টাকাপয়সা হাতিয়ে নিয়ে তাদের ব্লক করে দেন। টাকা নেওয়ার জন্য তিনি তাঁর নিজের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার না করে ভুয়া নামে পার্সোনাল ও মার্চেন্ট এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করতেন। 

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রাথমিকের শিক্ষক নিয়োগসহ অন্য পাবলিক পরীক্ষার আগে ওই পরীক্ষা-সংক্রান্ত ফেসবুক গ্রুপে জয়েন করে পরীক্ষার আগে শতভাগ কমন প্রশ্নপত্র পাওয়া যায় বলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিজ্ঞাপন দিতেন এবং কমেন্ট সেকশনে কমেন্টস করতেন। তাঁর বিজ্ঞাপন ও কমেন্টস দেখে পরীক্ষার্থীরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রশ্ন দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে তাদের ব্লক করে দিতেন। 

গ্রেপ্তার মো. আব্দুর রহমান সোহান আগে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসে চাকরি করতেন। সেই সুবাদে তিনি কোনো রকম কাগজপত্র ছাড়াই ভুয়া দোকানের নামে মোবাইল ব্যাংকিংয়ের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দিতেন। প্রতারণার টাকা লেনদেনের জন্য সেই মার্চেন্ট সিম আসামি মো. মাহদী হাসান খানের কাছে সরবরাহ করতেন।

সাইবার পুলিশ সেন্টারে তদন্তাধীন ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট