হোম > সারা দেশ > ঢাকা

কবির বিন আনোয়ার ও জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন। 

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এ দিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। অপরদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া। 

তাদের আবেদনে বলা হয়, দুজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করে বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হওয়া প্রয়োজন। 

দুদকের পক্ষে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত আদেশ দেওয়ার পরে আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আদেশের কপি পাঠানোর নির্দেশ দেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককেও কপি প্রেরণের নির্দেশ দেন।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল