হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বংশালে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা পৌনে ২টার দিকে বংশাল থানার সামনে সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী ইসমাইল হোসেন তাফসির জানান, সদরঘাটগামী তানজিল পরিবহন নামে একটি যাত্রাবাহী বাস ভ্যানে বসে থাকা ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যান। মৃত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম জানা গেছে আবুল কালাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বংশাল এলাকা থেকে ওই ব্যক্তিকে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই ব্যক্তি বাসচাপায় আহত হয়েছিল। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যাইনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা