হোম > সারা দেশ > ঢাকা

উপাচার্যসহ জবি প্রশাসনকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দোসর রয়েছেন, তাঁদের পদত্যাগ করতেই হবে। যদি তাঁরা পদত্যাগ করতে না চান, তাহলে কীভাবে পদত্যাগ করাতে হবে তা ছাত্রসমাজ জানে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর আজকের পত্রিকাকে বলেন, ‘খুনি হাসিনার দোসর ভিসি সাদেকা হালিম ও তাঁর সহযোগীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এই কারণে আমরা তাঁদের অভিভাবক হিসেবে দেখতে চাই না। যদি ২৪ ঘণ্টা মধ্যে তাঁরা পদত্যাগ না করে, তাহলে ভিসি ভবন ঘেরাও এবং তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে ক্যাম্পাসে।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল বেলা ৩টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে, আন্দোলন আরও বেগবান হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে