হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সুলতানের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, রাত ২টার দিকে প্রতিবেশী মৃত রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বেলু ব্যাপারী বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে আটকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া দুজন ডাকাতকে চিনতে পেরেছে স্থানীয়রা।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুল মিয়া বলেন, ‘আমি আহতদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে আছি। মোশাররফ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। গুরুতর আহত তাঁদের দুই ভাইকে গাজীপুরে পাঠানো হয়েছে।’

তবে একে ডাকাতির ঘটনা বলতে নারাজ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে গভীর রাতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন