হোম > সারা দেশ > ঢাকা

গল্পে ধ্রুপদি সাহিত্যে আস্থা পাঠকের

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

স্টলে পছন্দের লেখকের বই খুঁজছেন একজন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা

জিনিয়াস পাবলিকেশনসের প্যাভিলিয়নে সাজানো ধ্রুপদি সাহিত্যিকদের গল্পসংকলন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বনফুল, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সেখানে। মেলার অন্য স্টলেও চোখে পড়ে ধ্রুপদি লেখকদের গল্প; পাশাপাশি বেরিয়েছে নতুন গল্পকারদের লেখাও। তবে পুরোনোতে আস্থা বেশি পাঠকের। জানালেন স্টলের বিক্রয়কর্মীরা।

রোদেলা প্রকাশনী এই বইমেলায় এখন পর্যন্ত এনেছে দুটি বই। সমাজ জীবনের বিভিন্ন টুকরো গল্প নিয়ে আটটি দৃশ্যপটে আটটি গল্প নিয়ে মইফুল আলম লিখেছেন ‘রসুন রানি’। শাহনাজ ফিরোজা লিখেছেন তিনটি গল্প নিয়ে ‘অলিখিত কথা’। একজন কিশোরী, এক বেদেনী আর একজন তৃতীয় লিঙ্গের মানুষের জীবন নিয়ে তিনটি গল্প।

প্রকাশনীর বিক্রয়কর্মী তন্ময় জানালেন, গল্পের বই মোটামুটি বিক্রি হচ্ছে। কিছু পাঠক গল্পের বই চান।

সংবেদ প্রকাশনীতে দেখা হলো লেখক মাহফুজ সরকারের সঙ্গে। জানালেন, এই বইমেলায় তাঁর গল্পের বই আসেনি। গত বইমেলায় এসেছিল ‘বুদ্ধিজীবী প্রজনন কেন্দ্র’ নামের স্যাটায়ার গল্পের বই। মেলা ভালো লেগেছে। তবে আগের মতো অত প্রাণবন্ত মনে হচ্ছে না।

শাহাবুদ্দীন নাগরী ৫টি গল্প নিয়ে বের করেছেন ‘কবি এসেছিলেন’ বইটি। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে লেখা গল্পগুলো। ধ্রুব এষের প্রচ্ছদে প্রকাশ করেছে বাংলাপ্রকাশ।

‘কাদামাটির সংসার’ গল্পের বই নিয়ে এবার হাজির হয়েছেন অনীক মাহমুদ। সুচয়নী পাবলিশার্স থেকে বইটি বেরিয়েছে।

বিচারবহির্ভূত নির্যাতন, রাজনীতির প্রহসন, পৌরাণিক গল্পের এই সময়ে উপযোগিতাসহ সমাজ ও বাস্তবতার নানা উপজীব্য নিয়ে অলাত আহসানের গল্পের বই ‘বৃদ্ধাশ্রম হয়ে ওঠা কফি হাউসটি’। জ্ঞানকোষ প্রকাশনীতে পাওয়া যাবে বইটি।

অন্যধারা বের করেছে ইলা ইসলামের গল্পগ্রন্থ ‘সেদিন মেঘলা ছিল’। আফসার ব্রাদার্স নিয়ে এসেছে সৈয়দ ওয়ালীউল্লাহর গল্পসমগ্র।

এ ছাড়া আরও নানা গল্পের বই চোখে পড়ে বিভিন্ন স্টলে। বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গল্প হলেও হরর বা সায়েন্স ফিকশন ধারার বই বেশি চলছে। আলাদা করে গল্প নিয়ে পাঠকের উপচে পড়া ভিড় আছে, তা বলা যাবে না।

জ্ঞানকোষ প্রকাশনীর বিক্রয়কর্মী রাইয়ান আহমেদ বলেন, সব রকমের পাঠক স্টলে আসেন। তার মধ্যে গল্পের পাঠকও আছেন। আলাদাভাবে গল্প নিয়ে খুব চাহিদা নেই। মোটামুটি চলে।

তবে জিনিয়াস পাবলিকেশনসের বিক্রয়কর্মী তোহা বললেন, ‘ধ্রুপদি লেখকদের গল্প আমাদের স্টলে চলছে ভালো। প্রথমে যা নিয়ে আসছি, সেই স্টক শেষ। আবার আনা হয়েছে।’

মাহিমা সুলতানা বেসরকারি চাকরিজীবী। তাঁর হাতে ধ্রুপদি সাহিত্যিকদের কিছু বই। আছে উপন্যাস ও গল্পসংকলন। বললেন, এখনকার লেখকদের খুব একটা চিনি না। আর আগের বইগুলোই ভালো লাগে। তাই কিনলাম।

কার গল্প ভালো লাগে? মাহিমা জানালেন, মানিক বন্দ্যোপাধ্যায়।

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল গল্পের বই বেরিয়েছে ১৪টি। মোট গল্পের বই প্রকাশিত হয়েছে ১৮০টি।

নতুন বইয়ের খোঁজে

বাংলা কবিতার কিংবদন্তিতুল্য কবি মাইকেল মধুসূদন দত্ত। তাঁকে নিয়ে যত লেখা হয়, ততই যেন নতুন নতুন তথ্য বেরিয়ে আসে। জানা কথার আড়ালে লুকিয়ে থাকে অনেক গল্প। মাইকেলের কাব্যচর্চা নিয়ে গবেষণাধর্মী বই ‘জানা অজানা মধুসূদন’। লিখেছেন খসরু পারভেজ। পাওয়া যাবে কথাপ্রকাশের স্টলে।

আবু বকর সিদ্দিক প্রান্তর, ফারদীন ইফতেখার ও আরিফ রহমানের সংকলন ও সম্পাদনায় বই ‘জুলাই বিপ্লবের কবিতা’। এই সংকলনে জুলাই অভ্যুত্থানের অভিঘাতে তৈরি হওয়া কবিতা জড়ো করা হয়েছে। এখানে নেই কোনো প্রতিষ্ঠিত ও যশওয়ালা কবি। রাজপথে থাকা আন্দোলনকারী ও কবিরাই শব্দে ধারণের চেষ্টা করেছেন জুলাই বিপ্লবের গাথা। পাওয়া যাবে ঐতিহ্যের স্টলে।

ঢাকার মিরপুরের ইতিহাস নিয়ে মাহমুদ নাসির জাহাঙ্গীরি লিখেছেন ‘মিরপুরের ইতিহাস: তুরঙ্গম থেকে তুরাগ’ নামের বই। লেখক জানিয়েছেন, এই বইয়ে ইতিহাসের নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। এই উপমহাদেশের নদীর নামগুলো দেব-দেবীর নামে নামকরণ করা হয়েছে এ সত্য। তবে মধ্যযুগের পরে মুসলমানদের আগমনের পরে অনেক নদীর নাম করা হয়েছে তাদের বাহন ঘোড়ার নামে, যেমন তুরাগ। বইটি পাওয়া যাবে উৎস প্রকাশনীর স্টলে।

বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই এসেছে ১০৪টি। মোট বই এসেছে ১ হাজার ৫৩১টি।

আয়োজন

বইমেলার মূলমঞ্চে গতকাল ছিল ‘জহির রায়হানের সাহিত্যকর্মে ঐতিহাসিক ঘটনার বিচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সহুল আহমদ। আলোচনায় অংশ নেন মশিউল আলম ও আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন মাহবুব হাসান।

সহুল আহমদ বলেন, জহির রায়হান একাত্তরের বৈপ্লবিক মুহূর্তে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছেন। সেই উত্তাল সময়ে তিনি বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। একদিকে তিনি ঘটনার জন্ম দিচ্ছিলেন, অন্যদিকে ঘটনার বিবরণ বা বয়ান তৈরির কাজে মগ্ন ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী যে জেনোসাইড শুরু করেছিল, তার প্রতিবাদেই তিনি নির্মাণ করেছিলেন ‘স্টপ জেনোসাইড’ নামে প্রামাণ্যচিত্র। জহির রায়হান একাত্তরের ঘটনাপ্রবাহকে বৈশ্বিক প্রেক্ষাপটে স্থাপন করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন, তামাম দুনিয়াতে যে ধরনের আন্দোলন চলছে, একাত্তর তারই অংশ।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক সুমন সাজ্জাদ এবং শিশুসাহিত্যিক শরিফুল ইসলাম ভূঁইয়া।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী আজহারুল ইসলাম রনি এবং ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল ছিল মো. আবুজার গিফারীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পতরী এবং মোবাস শিরীন মোস্তফার পরিচালনায় ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী দেবিকা রানী পাল, জাহিন খান নেজাম, আনিলা আমীর লামী, সুমন চন্দ্র দাস, মো. টিপু চৌধুরী, মিতালী সরকার ও ডালিয়া সুলতানা।

আজ সোমবার অমর একুশে বইমেলার ১৭তম দিন। মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম: আল মাহমুদ’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন মজিদ মাহমুদ। আলোচনা করবেন মুসা আল হাফিজ ও কাজী নাসির মামুন। সভাপতিত্ব করবেন মাহবুব সাদিক।

কালো কাপড়ে ঢাকা স্টল

অমর একুশে বইমেলায় নারীস্বাস্থ্য সুরক্ষার স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। গতকাল বিকেলে স্টল দুটি বন্ধ করে দেওয়া হয়। মেলা কর্তৃপক্ষ বলছে, বইমেলায় অনুমোদনহীন পণ্য বিক্রির জন্য স্টল দুটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, স্টল দুটি কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব