হোম > সারা দেশ > ঢাকা

সর্বাত্মক কর্মবিরতিতে ঢাবি ও বুয়েটের শিক্ষক-কর্মচারীরা 

ঢাবি প্রতিনিধি

সর্বজনীন প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্তিকরণকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ঢাবি শিক্ষক সমিতির ব্যানারে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে দুপুর ১২টা থেকে অবস্থান নেন শিক্ষকেরা। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান, বিক্ষোভ ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থানকালে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.নিজামুল হক ভূঁইয়া বলেন, সরকারের মধ্য ছোট একটি গ্রুপ ২০১৫ সালে ষড়যন্ত্র করেছে। সুপারগ্রেড নিয়ে ১৫ সালে কমিটি হয়েছিল কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ সময়ে এসেও তারা আবার ষড়যন্ত্র করা শুরু করেছে।

এরা কারা, তাদের খুঁজে বের করা প্রয়োজন। দাবি নিয়ে অচিরেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলর সঙ্গে বৈঠক হবে বলে জানান নিজামুল।

সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে অবস্থানকালে ঢাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুল মোতালেব বলেন, আমাদের দাবি থেকে এখনো সরে আসিনি। সর্বাত্মক কর্মবিরতি চলছে। পাশাপাশি সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েও আন্দোলন চলছে। আমরা পূর্বের পেনশন স্কিমে থাকতে চাই।

এদিকে, সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি বুয়েটের কাউন্সিল ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষকেরা। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের দাবি বদলায়নি। কারও সঙ্গে আমাদের বৈঠক হয়নি। প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ বাদ না দেওয়া পর্যন্ত দাবি থেকে সরে আসছি না, এটাই আমাদের মূলকথা। একই সময়ে বুয়েটের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখপাত্র আব্দুল জাহের সুমন বলেন, ‘পেনশন স্কিম নিয়ে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। যার কারণে সকল ধরণের সেবা কার্যক্রম আমরা বন্ধ রেখেছি। দাবি আদায় করে আমরা অফিসে যাব, এর আগে কোনোভাবেই নয়।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু