কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে যানজটের। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা ছাড়ার অনুরোধ করলে পুলিশকে ‘ভুয়া-ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই মরল কেন, প্রধানমন্ত্রী জবাব চাই। কোটা সংস্কার করেই ঘরে ফিরে যাব। আমরা দেখি কত জনের লাশ তারা নিতে পারে।’