হোম > সারা দেশ > ঢাকা

চুরির এক মাস পর ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার, রাজধানীতে গ্রেপ্তার ৯ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামালপুরে নিজ নির্বাচনী এলাকায় এক জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের হারানো আইফোন ১৫ প্রো-ম্যাক্স মডেলের ফোনটি উদ্ধার করেছে ডিবি-সাইবার (উত্তর) ক্রাইম বিভাগ। সেই সঙ্গে আন্তজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয়েছে।

আজ শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি সাইবারের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফউল্লাহ। 

তিনি বলেন, ‘ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভার মোশাররফগঞ্জে এক ব্যক্তির জানাজায় অংশ নেন। সেখানে তাঁর পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। এ ঘটনা দীর্ঘদিন ছায়া তদন্ত করে মন্ত্রীর আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আন্তজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

এ বিষয়ে আগামীকাল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বিস্তারিত বলবেন বলেও জানান তিনি। 

এর আগে মোবাইল চুরির ঘটনায় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি