হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েতে গুলি, আহত ১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির পর জমায়েত লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে মোবাশ্বের হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন জানান।

গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল কিশোর-তরুণকে পিটুনি দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে দিনভর বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এসব কর্মসূচিতে অংশ নেন। তাঁরা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম চলে যাওয়ার ঘণ্টাখানেক পর এই গুলির ঘটনা ঘটে। সন্ধ্যার কিছু পরে রাজবাড়ীর পশ্চিম পাশের রাজদীঘির পাড় থেকে মোটরসাইকেলের আরোহী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, মোবাশ্বের হোসেন মহানগরীর হাড়িনাল এলাকার আলী আহমেদের ছেলে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির